
পোলার আইসক্রীম ফ্যাক্টরি পরিদর্শন
- দর্শক: কেবল স্কুল বা কলেজ ছাত্র, এবং একটি দল হিসেবে আবশ্যক।
- কনফার্মেশন: ফ্যাক্টরি পরিদর্শনের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে আমাদের অন্তত ৫ কর্মদিবস প্রয়োজন। আবেদন সাবমিট করার ৫ দিন পরেও কনফার্মেশন না পেলে দয়া করে আমাদের ফোন করুন।
- পরিদর্শনের সময় ৬০ মিনিট।
- প্রবেশ ফি: প্রবেশের জন্য কোনো ফি অথবা অন্য কোনো চার্জ নেই – ফ্যাক্টরি পরিদর্শন সম্পূর্ণ ফ্রি! দয়া করে যাতায়াত ও পার্কিংয়ের ব্যবস্থা নিজ দায়িত্বে করুন।
- পণ্য ক্রয়: পরিদর্শনের শেষে আপনারা চাইলে আইসক্রীম ক্রয় করতে পারবেন। ট্রেড মূল্য অনুযায়ী প্রতি কার্টনের মূল্য নির্ধারণ করা হবে।
- বিস্তারিত জানতে কল করুন: ০৯৬৭৭৩০০৩০০
