
By Admin
- 1,230
বাংলাদেশে হ্যান্ডবলের সম্ভাবনা এবং নতুন প্রজন্মকে প্রস্তুত করার পদক্ষেপ – এ দুইয়ের প্রতিফলন হিসেবেই পোলারের উদ্যোগ, “স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা”। বালক-বালিকা দুই ইভেন্টেই সাজানো হয় এই ভবিষ্যৎ তৈরির পথ। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা দেশের হ্যান্ডবলে অন্যতম প্রধান একটি পদক্ষেপ।
#পোলারআইসক্রীম
#মনভালোথাক